ছাতকে অবৈধ ড্রেজার বন্ধের অভিযানে ৪টি মেশিন বিকল

হোম পেজ » সর্বশেষ » ছাতকে অবৈধ ড্রেজার বন্ধের অভিযানে ৪টি মেশিন বিকল
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫


অবৈধ বালুমহল বন্ধে অভিযানের একাংশ

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

 

সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি মালিকবিহীন ড্রেজার মেশিন বিকল করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। অভিযানে ছাতক থানা পুলিশ ও নোয়াকোট বিজিবি সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এটি “বালু খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে পরিচালিত অভিযান। অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অসাধু চক্র নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তুলে পরিবেশ, নদীর গতিপথ ও ফসলি জমি ধ্বংস করছে। ফলে তীব্র নদীভাঙন ও জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে।

একজন নদীপাড়ের বাসিন্দা বলেন, “বছরের পর বছর আমরা ক্ষতির শিকার হয়েছি। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি পাচ্ছি, চাই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকুক।”

ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, “নদী আমাদের সম্পদ, এটি ধ্বংসের সুযোগ কাউকে দেওয়া হবে না। আজকের অভিযান একটি সতর্কবার্তা—যারা এখনও অবৈধ বালু উত্তোলনে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলবে।”

প্রসঙ্গত, ছাতক ও সিলেট অঞ্চলে অবৈধ বালু-পাথর উত্তোলন দীর্ঘদিনের সমস্যা। ছাতক উপজেলা প্রশাসন এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগেও বেশ কয়েকটি অভিযান চালিয়ে নৌকা আটক, জরিমানা ও দণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৬:৫৪ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ