
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ জুলাই) তারা পিরোজপুর জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মো. মজিবুর রহমান জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী, শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সম্পাদক তারিকুল ইসলাম সুমন জানান, গত ২৮ মার্চ রাতে শিয়ালকাঠিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতার ঈদ শুভেচ্ছা পোস্টার লাগিয়ে ফেরার পথে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে তাদের ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি ও আরও কয়েকজন ছাত্রদল নেতা আহত হন। পরে আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, দুই আসামি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা নিম্ন আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অতীতে আরও কয়েকটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকাবাসী ইতিপূর্বে মানববন্ধনও করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরএইচআর/এমআর