গৌরনদীতে শেখ মুজিবের পুরোনো ফেস্টুন!

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে শেখ মুজিবের পুরোনো ফেস্টুন!
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ ভবনের নিচতলার তথ্যসেবা কেন্দ্রের পাশের একটি কক্ষে ২০১৯ সালের একটি পুরোনো রাজনৈতিক ফেস্টুন এখনো ঝুলে রয়েছে—এমন চিত্র সামনে আসায় প্রশাসনিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সেবা নিতে আসা গৃহবধূ সুলতানা বেগম প্রথম বিষয়টি লক্ষ্য করেন। পরে বিষয়টি উপস্থিত অন্যান্যদের নজরে আনলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অসন্তোষ প্রকাশ করেন।

উপজেলা শ্রমিক দলের সভাপতি সারোয়ার মোল্লা বলেন, “এ ধরনের অব্যবস্থাপনা দায়িত্বশীল প্রশাসনের সঙ্গে যায় না।”

পৌর যুবদল নেতা নূর উদ্দিন বলেন, “এটি প্রশাসনিক তদারকির ঘাটতি এবং নিরপেক্ষতার প্রশ্ন তোলে।”

মাহিলাড়া ইউনিয়ন বিএনপির নেতা সবুজ শিকদার মন্তব্য করেন, “সরকারি ভবনে দীর্ঘদিন পুরোনো ফেস্টুন থাকা অনভিপ্রেত।”

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, “বিষয়টি আমার দৃষ্টিগোচর ছিল না। বর্তমানে ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:৩১ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ