নতুন গানে সুবীর নন্দীর

প্রথম পাতা » বিনোদন » নতুন গানে সুবীর নন্দীর
বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৯


---

সাগরকন্যা বিনোদন ডেস্ক॥
কী-বোর্ডিস্ট রূপতনুর সুর-সংগীতে সম্প্রতি একটি গান গেয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী সুবীর নন্দী। গানটির শিরোনাম হচ্ছে ‘হঠাৎ ঘোমটা’। লিখেছেন জামাল রেজা। গানটির কথা হচ্ছে ‘হঠাৎ ঘোমটা পরে, নামলো কেমন দেখ বৃষ্টি’। রূপতনুর নিজস্ব প্রযোজনায় তার ইউটিউব চ্যানেল ‘রূপতনু রূপু’তে গানটির লিরিক্যাল ভিডিও এরইমধ্যে প্রকাশ হয়েছে। রূপতনু জানান, আগামি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৮ ● ৫৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ