আমতলীতে আগুনে পুড়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই

হোম পেজ » বরগুনা » আমতলীতে আগুনে পুড়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই
বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬


 

আমতলীতে আগুনে পুড়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে বুধবার দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্থদের দাবি অনুযায়ী প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

জানা গেছে, ইদ্রিস মোল্লার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টার পর ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের লেলিহান শিখায় আবু তাহের ও যুগল চন্দ্রের ফার্মেসী, মোশারফ সিকদারের লাইব্রেরী, ইদ্রিস মোল্লা ও খোকন হাওলাদারের মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খোকন হাওলাদার বলেন, ‘মোর সব ব্যবসা অইয়্যা গ্যাছে। মুই ক্যামনে সংসার চালামু কইতে পারিনা। আল্লাহ মোরে এইরকম বিপদ কেন দিলে।’

প্রত্যক্ষদর্শী ও ঘর মালিক মোশারফ হোসেন মোল্লা জানান, তার ঘরে ব্যবসা চালানো আবু তাহের ও মোশারফ সিকদারের ব্যবসাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

 

আমতলী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ হানিফ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, পুলিশ আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:১৩ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ