গৌরনদীতে ভেঙে পড়া আয়রন ব্রিজে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ভেঙে পড়া আয়রন ব্রিজে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে
বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ভেঙে পড়া আয়রন ব্রিজে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কটকস্থল গ্রামে একটি আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে পড়ে গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ব্রিজ পারাপারের সময় আরিফ নামের এক যুবক আহত হন। তিনি ওই ওয়ার্ডের এক মহিলা মেম্বারের বড় ভাই বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বড় গাছ ঠেলাগাড়িতে নিয়ে ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজের একাংশ ভেঙে পড়ে। ফলে গাছসহ ঠেলাগাড়িটি পাশের খালে পড়ে যায়। এ দুর্ঘটনার পর এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়েছে। উত্তর মাদ্রা, গোরোক্ষডোবা, দক্ষিণ মাদ্রা, তাঁরাকুপি, নন্দনপট্টি ও কটকস্থলসহ অন্তত ২ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার অভিযোগ করেন, আমি গাছ ক্রেতা মাসুদ সরদারকে আগেই বলেছিলাম ব্রিজের অবস্থা ভালো নয়। অন্য কোনো পথ দিয়ে গাছ নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু সে আমার কথা না শুনে ব্রিজের ওপর দিয়েই গাছ নিয়ে যায়। এতে ব্রিজের একাংশ ভেঙে পড়ে।

 

ইউপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, বিষয়টি আমি দেখছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৭ ● ৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ