সভাপতি রিয়াদ, সম্পাদক আলামিন বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের কমিটি গঠন

হোম পেজ » পটুয়াখালী » সভাপতি রিয়াদ, সম্পাদক আলামিন বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের কমিটি গঠন
বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬


 

সভাপতি রিয়াদ, সম্পাদক আলামিন

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. জাহিদুল ইসলাম রিয়াদকে সভাপতি, কেএম আলামিনকে সাধারণ সম্পাদক এবং মো. মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে উপজেলা গণধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম এবং মুলাদী উপজেলা গণধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গণধিকার ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার আদায়ের আন্দোলনে যুব অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ২১:১২:১৮ ● ১২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ