
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ- এমন অভিমত ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ‘গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ- নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সুজন- সুশাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জিয়াউল করিম। প্রধান অতিথি ছিলেন সুজন বরিশাল মহানগর কমিটির সভাপতি প্রফেসর মোতালেব হোসেন হাওলাদার। অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বরিশালের সভাপতি প্রফেসর গাজী জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুজন বরিশাল আঞ্চলিক কমিটির সদস্য মেহের আফরোজ মিতা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের।
বক্তারা বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা কার্যকর হয় সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে। অতীতের কয়েকটি নির্বাচনে সেই মানদণ্ড পূরণ না হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়েছে। তাই ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
আলোচনায় আরও বক্তব্য দেন সুজন বরগুনা জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিরা। বৈঠক শেষে বক্তারা বলেন, সচেতন ও সংগঠিত নাগরিক সমাজ গড়ে তুলতে পারলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং রাষ্ট্র সুশাসনের পথে অগ্রসর হবে।