ঝালকাঠিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ জনের দন্ড

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ জনের দন্ড
শুক্রবার ● ২১ জুন ২০১৯


---

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠিতে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যাণ আদালত।
দন্ডিতরা হলেন, পরীক্ষার্থী মনিষা বিশ্বাস তার স্বামী অসীম বিশ্বাস এবং বড়ভাই কিশোর দেউড়ি। দন্ডিতদের সবার বাড়ি জেলার রাজাপুর উপজেলায়।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় তাদের শহরতলীর কীর্ত্তিপাশা মোড় থেকে গোপন সংবাদে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, এরা মোবাইল ফোনের মাধ্যমে উত্তরপত্র কাগজে লিখছিলো। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার প্রত্যেককে ১ বছর করে কারাদন্ডের সাজা দেয়। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের চেস্টায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে পুলিশ আটক করে থানায় এনেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানান।

বাংলাদেশ সময়: ১৮:২৮:১৯ ● ৫৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ