
সাগরকন্যা প্রতিবেদক
ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সারাদেশে চরম নিরাপত্তাহীনতা ও সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, নভেম্বর মাসেই সারাদেশে ৫৮টি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নেতা-কর্মী খুন এবং গণপিটুনিতে নিহত হয়েছেন আরও ১৯ জন।
তিনি আরও দাবি করেন, পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ থেকে ২৫টি হত্যাকাণ্ড ঘটছে। চলতি বছরের প্রথম ছয় মাসে সারাদেশে মোট ১ হাজার ৯৩১ জন মানুষ খুন হয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়। এসব ঘটনায় দেশের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এবিএম রুহুল আমিন হাওলাদার তার পোস্টে বলেন, জুলাই-আগস্টে থানাসহ বিভিন্ন সংস্থা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র বহু প্রার্থীর জীবননাশের কারণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে হতাশা জানিয়ে তিনি বলেন, হাজারো অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকা অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এমন পরিস্থিতিতে নির্বাচন হলে তা চর দখলের মতো হবে বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তারা জানতে পেরেছেন এবং এ উপলক্ষে তাকে স্বাগত জানানো হয়।
নির্বাচনের আগে সব প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, হানাহানি, মারামারি ও জীবনহানির প্রতিযোগিতা বন্ধ করতে হবে।
উল্লেখ্য, এই প্রতিবেদনটি এবিএম রুহুল আমিন হাওলাদারের ফেসবুক পোস্টের বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।