কলাপাড়ায় জোয়ার-ভাটায় প্লাবিত ভূমি ও খালের সংযোগ পুনঃস্থাপন নিয়ে মতবিনিময়

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় জোয়ার-ভাটায় প্লাবিত ভূমি ও খালের সংযোগ পুনঃস্থাপন নিয়ে মতবিনিময়
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়ায় জোয়ার-ভাটায় প্লাবিত ভূমি ও খালের সংযোগ পুনঃস্থাপন নিয়ে মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ার-ভাটায় প্লাবিত ভূমি, খাল ও মোহনার মধ্যে সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সভাটি হয়।

স্থানীয় পানি কমিটি ও অংশীজনীয় নেটওয়ার্কের উদ্যোগে এবং ওশাস গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এ মতবিনিময় সভার আয়োজন করে।

ফিসনেট প্রকল্পের এডভোকেসি অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, উপজেলা পানি কমিটির সদস্য ও দৈনিক কালেরকণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. সাইদুর রহমান, ফিসনেট প্রকল্প- উত্তরণ কলাপাড়া উপজেলা এরিয়া ম্যানেজার আবু এমরানসহ অন্যান্যরা।

সভায় বক্তারা ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এ সময় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মৎস্যজীবী নেটওয়ার্ক এবং পানি কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৩:০২ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ