নাজিরপুরে ধান বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে ধান বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫


 

নাজিরপুরে ধান বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে ধান বিক্রি করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় রতন মজুমদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, ঢাকাগামী একটি বাসের ধাক্কায় রতনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। রতনের সঙ্গে তার নাতি সজলও ছিলেন, তবে তিনি নিরাপদে ছিলেন।

রতন মজুমদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের ছেলে। পেশায় তিনি টমটম চালক ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির বলেন, মাগরিবের নামাজের পর রতন মাটিভাংগা থেকে নাজিরপুরের দিকে টমটমে যাচ্ছিলেন।

নাজিরপুর থানার ওসি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:০৩:৫৩ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ