কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবন: যুবকের ১৫ দিনের কারাদণ্ড

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবন: যুবকের ১৫ দিনের কারাদণ্ড
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫


 

কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবন: যুবকের ১৫ দিনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

গাঁজা সেবনের দায়ে কুয়াকাটা বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ড দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ সুজন আকন (২৫)। তিনি বরগুনা জেলার ইটবাড়িয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করতে প্রশাসন বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ৬:৩০:২১ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ