
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
আমতলী উপজেলায় বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এর কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা বিজয় দিবসের নামে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল অভিযোগ করেছেন, তিনি প্রশাসনের নামে ২ হাজার টাকা চাঁদা দাবী করেছেন। চাঁদা দিতে অস্বীকার করলে জাকির হোসেন সমিতির সদস্যদেরকে প্রশাসনের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছেন।
জানা গেছে, আমতলী উপজেলায় ৪৪টি নিবন্ধিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রয়েছে। এছাড়া শতাধিক বে-সরকারী সংস্থা রয়েছে। অভিযোগ রয়েছে, জাকির হোসেন গত দুই বছর ধরে এসব সংস্থার কাছ থেকে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছেন। তিনি নিজেকে উপজেলা এনজিও ফোরামের সভাপতি দাবি করে এ কার্যক্রম চালাচ্ছেন, যদিও ফোরামের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও জানা যায়।
সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল বলেন, জাকির হোসেন উপজেলা প্রশাসনের নামে আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবী করেন, তবে আমি দেইনি। পরে তিনি প্রশাসন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভয় দেখান। গত বছরও তিনি আমার কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা নিয়েছিলেন।
স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জয় চন্দ্র মাঝি বলেন, গত বছর আমার কাছ থেকে জাকির হোসেন দুই হাজার টাকা চাঁদা নিয়েছেন। এ বছর আবারও দাবী করেছেন, আমি দেইনি।
এসব বিষয়ে জাকির হোসেন মোল্লাকে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বলেন, ‘আমার বিরুদ্ধে নিউজ করবা- কর, কোন সমস্যা নেই।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এর নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পান্না বলেন, জাকির হোসেনকে চাঁদা আদায়ের অনুমতি দেওয়া হয়নি। যদি আদায় করে থাকেন, তা তার ব্যক্তিগত বিষয়।
আমতলী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ বাদল আকন বলেন, সমস্ত সমিতি থেকে বিজয় দিবসের নামে চাঁদা আদায় করা হচ্ছে। আমার কাছে বেশ কয়েকজন অভিযোগ দিয়েছেন। এর বেশি কিছু আমাদের জানা নেই।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের নামে চাঁদা আদায়ের অনুমতি নেই। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।