চরফ্যাশনে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২০

হোম পেজ » লিড নিউজ » চরফ্যাশনে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২০
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫


 

চরফ্যাশনে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২০

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই দলের নেতারা দাবি করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জিন্নাগড় ইউনিয়নের চকবাজার এলাকায় প্রথম দফার সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতাল প্রাঙ্গণেই আবারও উভয় দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াত নেতাদের দাবি, সোমবার সকাল ৮টার দিকে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ শেষে জামায়াতের কর্মী ও পল্লী চিকিৎসক জামাল তার ফার্মেসিতে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় তিন বিএনপি কর্মী তাকে গালিগালাজ করেন এবং ভবিষ্যতে জামায়াতের পক্ষে গণসংযোগে না যেতে হুমকি দেন। কারণ জানতে চাইলে তাকে মারধর করা হয়। এতে তিনি বুকে ও পিঠে গুরুতর আঘাত পান।

আহত জামালকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বিএনপি কর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ করা হয়। পরে পুলিশ ও জামায়াতের নেতাকর্মীরা তাকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দিলে চকবাজার এলাকায় অ্যাম্বুলেন্সসহ জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হাসপাতালে আহতদের দেখতে এসে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জড়িত বিএনপি কর্মীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নির্বাচনীয় প্রচারে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দীন বলেন, হামলার পর হাসপাতালে চিকিৎসা নিতে এসেও দ্বিতীয় দফা হামলার ঘটনা প্রশাসনের সামনে ঘটেছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নৌবাহিনীকে টহল দিতে দেখা গেছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা সংঘর্ষের বিষয়টি স্বীকার করে বলেন, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:০৩ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ