গৌরনদীতে ভাঙারির দোকান থেকে সরকারি পাঠ্যপুস্তক জব্দ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ভাঙারির দোকান থেকে সরকারি পাঠ্যপুস্তক জব্দ
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে ভাঙারির দোকান থেকে সরকারি পাঠ্যপুস্তক জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যপুস্তক রাতের আঁধারে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ ওঠায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বই জব্দ করেছে। রবিবার রাতে বেজগাতি এলাকার মামুন শিকদারের ভাঙারির গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

স্থানীয়রা জানান, দোকান থেকে নতুন সরকারি বই প্রকাশ্যে বিক্রি হতে দেখে প্রশাসনকে খবর দেন। অভিযুক্ত ব্যবসায়ী সংবাদকর্মীদের উদ্দেশে হুমকির অভিযোগও উঠেছে। ব্যবসায়ী মামুন শিকদার দাবি করেছেন, ‘আমি পুরনো বই ক্রয় করেছি, কাউকে হুমকি দিইনি’।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি মোবাইল কোর্টের আওতায় না থাকায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন জানান, টেন্ডার ছাড়া সরকারি বই ক্রয়-বিক্রয় কোনোভাবেই চলবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৮:২৫:৪৩ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ