মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর, ছুরিকাঘাতে একমাত্র ছেলের মৃত্যু

হোম পেজ » লিড নিউজ » মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর, ছুরিকাঘাতে একমাত্র ছেলের মৃত্যু
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের ঘটনায় বাবার ছুরিকাঘাতে একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। সোমবার দুপুরে তালতলীর সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সফিক হাওলাদার (২৮)। তিনি ওই এলাকার ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের (৫০) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিলেও তার আচরণে পরিবর্তন আসেনি। মাদক সংক্রান্ত একটি মামলায় গত ৭ অক্টোবর কারাগারে যান তিনি এবং ১০ ডিসেম্বর জামিনে বাড়ি ফেরেন।

বাড়ি ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় সফিক মাদকের টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করেন। সোমবার দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবাকে মারধর করেন তিনি। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কাঁচা মরিচ কাটার একটি ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন বাবা হারুন হাওলাদার।

ছুরিকাঘাতে গুরুতর আহত সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত বাবা পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতের মা রাসেদা বেগম বলেন, সফিক আমাদের একমাত্র সন্তান। অনেক চেষ্টা করেও তাকে নেশা থেকে ফেরানো যায়নি। মাদকের টাকা না পেলে প্রায়ই আমাদের মারধর করত।

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকাসক্ত ছেলের মারধরের একপর্যায়ে বাবা ছুরি দিয়ে আঘাত করেন। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৩৫ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ