বঙ্গবন্ধু মেডিকেলে নার্স-কর্মচারীদের মধ্যে উত্তেজনা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বঙ্গবন্ধু মেডিকেলে নার্স-কর্মচারীদের মধ্যে উত্তেজনা
বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
এক নার্সের স্বামীর সঙ্গে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বাকবিতণ্ডার জেরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৃহস্পতিবার উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে ওই ঘটনার পর মেডিকেলের সি ব্লকের প্রধান ফটক বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়। ফলে রোগীদের নিয়ে ওঠানামা করতে ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের এক নার্সের স্বামীর সঙ্গে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বাকবিতণ্ডা হলে সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে নার্সরা একজোট হয়ে সেই কর্মচারীকে বরখাস্ত করার দাবিতে বিক্ষোভ শুরু করে। তখন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরাও সি ব্লকের ফটকে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় সি ব্লকের প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পুলিশ ও আনসার সদস্যরা তাদের সরিয়ে দিয়েছে। দুই পক্ষ তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৪:২৯:৫০ ● ৫০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ