বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯


---

বাগেরহাট সাগরকন্যা প্রতিনিধি॥
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে আরো ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর মহাসড়কে এক ঘণ্টারও বেশি সময়ে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদৎ হোসেন জানান, দুপুরে ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে ঘটনাস্থলে তিনজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ সময়ে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ফকিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শাহাদৎ হোসেন।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৭ ● ৫০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ