
ঢাকা সাগরকন্যা অফিস ॥
দুর্নীতির অভিযোগ পাওয়ায় পাসপোর্ট, পিডিবি ও ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
দুদকের এই উপপরিচালক জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ দক্ষিণ অঞ্চলের বিক্রয় বিভাগের অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ ম-লের নেতৃত্বে ৩ সদস্যের এনফোর্সমেন্ট টিম সকালে অভিযান চালায়। এ সময় মিটার রিডিং এবং বিল প্রস্তুতির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দীর্ঘসূত্রিতার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে দুদক টিম দেখে, মিটার রিডাররা যথাসময়ে বিল প্রস্তুত না করে এককালীন দুই বা ততোধিক মাসের বিল প্রস্তুত করছে। ফলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দুদক টিমের পর্যবেক্ষণ আমলে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ময়মনসিংহ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ) এর উপ সহকারী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে।
প্রণব আরও জানান, অপরদিকে ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসে ভূমি রেকর্ড সংশোধনের জন্য ঘুষ দাবির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে আসা ভুক্তভোগী সেবাপ্রার্থীদের এক অভিযোগের প্রেক্ষিতে সহকারী পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে ৩ সদস্যের টিম সকালে অভিযান চালায়। দুদক টিম ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালককে অভিযোগের বিষয়ে অবহিত করলে তিনি জানান, ভূমি রেকর্ড সংক্রান্ত কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকায়ন হচ্ছে। সেবাপ্রার্থীদের অভিযোগ যথাসম্ভব আমলে আনা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।
এসময় দুদক টিম সিটিজেন চার্টার স্থাপনসহ সেবা প্রদানে সিস্টেম উন্নয়নে বেশ কিছু পরামর্শ দেয়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্মের অভিযোগের প্রেক্ষিতে দুদক কুমিল্লা জেলা কার্যালয়ের ২ সদস্যের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। দুদক টিমের উপস্থিতি আঁচ করতে পেরে দালালরা পাসপোর্ট অফিস ছেড়ে পালিয়ে যায়।
টিম উপস্থিত সেবাপ্রত্যাশীদের অভিযোগসমূহ লিপিবদ্ধ করেন এবং পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন। সেবাগ্রহীতারা দুদকের অভিযানকে স্বাগত জানান এবং দুর্নীতি ও অনিয়ম রোধে দুদককে সবসময় পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এফএন/কেএস