পর্তুগালের হোঁচট রোনালদোর ফেরার ম্যাচে

প্রথম পাতা » খেলা » পর্তুগালের হোঁচট রোনালদোর ফেরার ম্যাচে
শনিবার ● ২৩ মার্চ ২০১৯


---

সাগরকন্যা স্পোর্টস ডেস্ক॥ 

দীর্ঘ বিরতি শেষে জাতীয় দলে ফেরাটা সুখকর হলো না ক্রিস্তিয়ানো রোনালদোর। একের পর এক আক্রমণ করেও ইউক্রেনের জালে বল পাঠাতে পারলো না পর্তুগাল।
ইউরো-২০২০ বাছাইপর্বের শুরুতেই পয়েন্ট হারিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। লিসবনে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নেমে ম্যাচের শুরুর দিকেই গোল পেতে পারতেন রোনালদো। তবে গোলরক্ষকের বাধা এড়াতে পারেননি তিনি।
২৪তম মিনিটে গেররেরোর পাস দারুণ পজিশনে পেয়ে ভিতরে ঢুকে আন্দ্রি পিয়াতভের দুপায়ের ফাঁক দিয়ে সামনে বাড়াতে চেয়েছিলেন রোনালদো। প্রস্তুত ছিলেন গোলরক্ষক। চার মিনিট পর বাঁ দিক থেকে ইউভেন্তুস তারকার নিচু জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান পিয়াতভ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পিয়াতভ বাধায় গোলবঞ্চিত হয় ইউরোপ চ্যাম্পিয়নরা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে সেভিয়া ফরোয়ার্ড আন্দ্রে সিলভার বুলেট গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।
৮৬তম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় পর্তুগাল। ইয়েভেন কোনোপ্লিয়াঙ্কার দূরপাল্লার শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে মোরায়েসের প্রচেষ্টা এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
‘এ’ গ্রুপে রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ৫-০ গোলে চেক রিপাবলিককে উড়িয়ে বাছাইপর্ব শুরু করেছে ইংল্যান্ড। এক গোল করেন হ্যারি কেইন, অন্যটি আত্মঘাতী।
আর ‘এইচ’ গ্রুপে মলডোভার মাঠে ৪-১ গোলে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের চার গোলদাতা হলেন অঁতোয়ান গ্রিজমান, রাফায়েল ভারানে, অলিভিয়ে জিরুদ ও কিলিয়ান এমবাপে।

বাংলাদেশ সময়: ৮:৪৫:১৫ ● ৫৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ