আমেরিকা থেকে সরাসরি মোংলা বন্দরে গম পৌঁছালো

হোম পেজ » খুলনা » আমেরিকা থেকে সরাসরি মোংলা বন্দরে গম পৌঁছালো
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫


আমেরিকা থেকে সরাসরি মোংলা বন্দরে গম পৌঁছালো

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

আমেরিকা থেকে সরকারের আমদানীকৃত গম প্রথমবার সরাসরি মোংলা বন্দরে এসেছে। রবিবার সকাল থেকে জাহাজে থাকা গম খালাসের কাজ শুরু হয়। এর আগে শনিবার ভোরে এমভি উইকোটাটি জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে। পরীক্ষানিরীক্ষার মাধ্যমে গুণগতমান নিশ্চিত হওয়ার পর আজ রবিবার সকাল থেকে জাহাজ থেকে গম খালাস শুরু হয়।
খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, জাহাজে আনা ৬০,৮৭৫ মেট্রিক টন গমের মধ্যে ৩৫,০৭৫ মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। বাকি গম খুলনা, বরিশাল ও রাজশাহীতে বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, উইকোটাটি একটি বড় জাহাজ, তাই এটি ফেয়ারওয়েতে রেখে খালাস করা হচ্ছে। এ গম আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে সরাসরি মোংলা বন্দরে এসেছে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫২:২৫ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ