আগে পুনর্বাসন দাবিকলাপাড়ায় ১৩৬পরিবারের মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » আগে পুনর্বাসন দাবিকলাপাড়ায় ১৩৬পরিবারের মানববন্ধন
সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩


কলাপাড়ায় ১৩৬ পরিবারের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বেড়িবাঁধের স্লোপে বসবাস করা ১৩৬ পরিবারকে উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসব পরিবারের সদস্যরা মানববন্ধন করেন।
বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ইব্রাহিম শিকারি, বাউল ফিরোজা বেগম, ফোরকান হাওলাদার, নূর হোসেন, ইব্রাহিম, জেসমিন, আলো বেগম, আনোয়ার মিরা, রাসেল প্রমুখ। বক্তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করার উপযোগী কোন জায়গায় পুনর্বাসন করে তারপরে উচ্ছেদের দাবি জানান। উল্লেখ্য টিয়াখালী গ্রামের পায়রা পোর্ট গেট থেকে সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধটি প্রশস্থকরনের কাজ শুরু হওয়ায় এসব পরিবার উচ্ছেদ শঙ্কায় পড়েছেন। তারা এখন পরিবার পরিজন নিয়ে কোথায় যাবেন তা ভেবে অনেকে বক্তব্যে কান্না জুড়ে দেন। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩২:২৭ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ