পিরোজপুরে কলেজ শিক্ষক কর্মচারীদের স্মারকলিপি পেশ

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে কলেজ শিক্ষক কর্মচারীদের স্মারকলিপি পেশ
শুক্রবার ● ২৬ মে ২০২৩


পিরোজপুরে কলেজ শিক্ষক কর্মচারীদের স্মারকলিপি পেশ

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

বেসরকারি শিক্ষা ব্যবস্হা জাতীয়করণসহ বাকবিশিস -এর ১১দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর নিকট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) -এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্হিত ছিলেন বাকবিশিস পিরোজপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সহ: অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না,জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঈশ্বর চন্দ্র দাস, নাজিরপুর উপজেলা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মুজিবুর রহমান বালি, সাধারণ সম্পাদক সহ:অধ্যাপক মৃদুল কান্তি মাঝি,জেলা সহসভাপতি সহ:অধ্যাপক আবুবকর সিদ্দিক, জেলা সাংগঠনিক সম্পাদক সহ:অধ্যাপক জহুরুল ইসলাম বিপ্লব,পিরোজপুর সদর উপজেলা সভাপতি সহ:অধ্যাপক মনজুর আহমেদ সরদার, ভান্ডারিয়া উপজেলা সভাপতি সহ:অধ্যাপক মো: আবদুল হালিম, মঠবাড়িয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক সহ:অধ্যাপক শামীমুল আাহসানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে শিক্ষা ব্যবস্হা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী হতে প্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্ধারিত মাসে বাড়ি ভাড়া এক হাজার টাকার পরিবর্তে সরকারিদের ন্যায় বাড়ি ভাড়া,  সিকি বোনাসের পরিবর্তে সরকারিদের ন্যায় পূর্ণাঙ্গ বোনাস, মাসে নির্ধারিত চিকিৎসা ভাতা পাঁচ শত টাকার পরিবর্তে সরকারিদের ন্যায় চিকিৎসা ভাতা প্রদানপূর্বক বাকবিশিস -এর ১১দফা দাবি পূরনের জন্য প্রধানমন্ত্রী নিকট আবেদন জানান।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৩৯ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ