
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিএনপি মনোনয়ন চূড়ান্ত ঘোষণার খবরে দুমকি ও লেবুখালীতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান দিপু, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ এবং ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী দুমকি গ্রামীণ ব্যাংক সড়কস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় অংশগ্রহণকারীরা আলতাফ ভাইয়ের নেতৃত্বে গণতন্ত্রের বিজয় স্লোগান দিতে দিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দলের সিদ্ধান্তে তারা ঐক্যবদ্ধ এবং জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।
এদিকে আধা ঘণ্টা পর লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা এলাকায়ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অনুরূপ আনন্দ মিছিল বের করেন। সেখানে উপস্থিত নেতারা কেন্দ্রীয় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ মনোনয়ন পটুয়াখালী-১ আসনে বিএনপির বিজয়ের পথ প্রশস্ত করবে।
আনন্দ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক কর্মী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পুরো এলাকায় এক সময় আলতাফ ভাইয়ের জয় হোক স্লোগানে মুখরিত হয়ে ওঠে দুমকি ও লেবুখালী এলাকা।
এমআর