
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
যুগান্তরের বরগুনা জেলার স্টাফ রিপোর্টার এম মজিবুল হক কিসলুর একমাত্র মেয়ে নাহিন হক রিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিভাগে অনার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করে।
জানা গেছে, নাহিন হক রিয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বৃত্তি লাভ করে। পরে বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন) ও বৃত্তি পায়। ঢাকা উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে স্কলারশিপ অর্জন করে। এরপর সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়। চার বছরের অনার্স কোর্সে ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে রিয়া প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়। তার ৮ সেমিস্টারের গড় পয়েন্ট ছিল ৪-এর মধ্যে ৩.৯৩।
নাহিন হক রিয়া বরগুনা শহরের এম মজিবুল হক কিসলু ও নিলীমা পারভীন পুস্প দম্পতির একমাত্র মেয়ে। রিয়ার বাবা এম মজিবুল হক কিসলু বরগুনা জেলার দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও আইনজীবী। মা নিলীমা পারভীন পুস্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। রিয়ার একমাত্র ভাই নাহিদ হক রাকিব সিলেট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।
নাহিন হক রিয়া বলেন, মাস্টার্সে প্রথম বিভাগ পাওয়ার আশাবাদী। ভবিষ্যতে ঢাকা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হতে চাই। পাশাপাশি বিসিএস ও ব্যাংক জবের প্রস্তুতিও নিচ্ছি। ভালো একটি চাকরির জন্য আল্লাহর ওপর ভরসা রাখছি।