তালতলীতে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার অভিযোগ

হোম পেজ » বরগুনা » তালতলীতে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার অভিযোগ
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫


সংবাদ সম্মেনে লিখিত বক্তব্য রাখছেন মোঃ জালাল উদ্দিন।

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ শতাংশ জমি থেকে ৩০ শতাংশ জমি মসজিদ ও কবরস্থানের জন্য দখল নেওয়ার চেষ্টা চলছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে তালতলী প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা মোঃ জালাল উদ্দিন।

মোঃ জালাল উদ্দিন জানান, তার ভাই মোঃ গিয়াসউদ্দিন বিদ্যালয়ের ৬০ শতাংশ জমির দখল বুঝিয়ে দিয়েছে। তবে বর্তমানে সেই জমি থেকে অর্ধেক অংশ মসজিদ ও কবরস্থানের জন্য নেওয়ার চেষ্টা চলছে। বিদ্যালয়ের কমিটি ও প্রধান শিক্ষক বিষয়টি জানলেও পদক্ষেপ নেয়নি।

অভিযুক্ত মোঃ গিয়াসউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, বিদ্যালয়ের জমি দখলের সুযোগ নেই। আলোচনার মাধ্যমে সমাধান হবে, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জালাল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৯:০৭ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ