আ.লীগের মতো পালাতে না হয়, বিএনপি নেতা মোশাররফের সতর্কবার্তা

হোম পেজ » পটুয়াখালী » আ.লীগের মতো পালাতে না হয়, বিএনপি নেতা মোশাররফের সতর্কবার্তা
রবিবার ● ২ নভেম্বর ২০২৫


আওয়ামী লীগের মতো পালাতে না হয়, বিএনপি নেতা মোশাররফের সতর্কবার্তা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ সব জাতিসত্ত্বাকে নিয়ে ভেদাভেদহীন আগামীর বাংলাদেশ গড়তে চান তাঁরা। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সব দলের অংশগ্রহণে একটি সংসদ গঠিত হবে।

রবিবার বিকেলে কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এবিএম মোশাররফ বলেন, গত ১৭ বছরে আন্দোলনের পথে বিএনপির ২০ হাজার নেতা-কর্মী নিহত হয়েছে, আর ৬০ লাখ মামলা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের ওপর জুলুম-নির্যাতনের কারণে ফ্যাসিস্টে পরিণত হয়েছিলেন। গণআন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের মতো যেন পালিয়ে যেতে না হয়, সে জন্য বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থেকে কাজ করতে হবে।

আগামীর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে উল্লেখ করে তিনি বলেন, কলাপাড়ায় কেউ কেউ ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। পাখা মার্কায় বা দাড়ি-পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে- এমন কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কলাপাড়ার যেসব আওয়ামী লীগ নেতা নির্দোষ, তাঁদের ওপর কোনো জুলুম করা যাবে না। তাঁরা যেন নিরাপদে থাকতে পারেন, সে জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান এবিএম মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ২১:১৫:২৮ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ