সভাপতি হানিফ খান ও সম্পাদক আলমগীর কলাপাড়ার আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

হোম পেজ » লিড নিউজ » সভাপতি হানিফ খান ও সম্পাদক আলমগীর কলাপাড়ার আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
রবিবার ● ২ নভেম্বর ২০২৫


 

সভাপতি হানিফ খান ও সাধারণ সম্পাদক আলমগীর

নাসির বিপ্লব, বিশেষ প্রতিবেদন, সাগরকন্যা

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আলীপুর বাজার। কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন এই বাজারটি মৎস্য বন্দর হিসেবেও পরিচিত। এবার সেই আলীপুর বাজারের ব্যবসায়ীদের কমিটি গঠন নিয়ে বেশ হৈচৈ, উৎসাহ-উদ্দীপনা যেমন দেখা যায়, তেমনি উত্তেজনা ও শঙ্কাও তৈরি হয় নানা দিক থেকে। প্রভাবশালীরা পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়ায় এই নির্বাচনকে ঘিরে বাইরের মানুষের মধ্যেও একধরণের আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়।

সব মিলিয়ে ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি বেছে নিতে পেরেছেন কোনপ্রকার ঝামেলা ছাড়াই।

সবশেষ আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল শনিবার ১ নভেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ৭১১ জন ভোটারের মধ্যে ৬৯৪ জন ভোট প্রদান করেন।

যেসব পদে নির্বাচন হয়েছে, তা হলো- সভাপতি (প্রার্থী সংখ্যা ছিল চারজন), সহসভাপতি (প্রার্থী সংখ্যা ছিল দুইজন), সাধারণ সম্পাদক (প্রার্থী সংখ্যা তিনজন), সহসাধারণ সম্পাদক (প্রার্থী সংখ্যা তিনজন), কোষাধ্যক্ষ (প্রার্থী সংখ্যা ছিল দুইজন), প্রচার সম্পাদক (প্রার্থী সংখ্যা ছিল দুইজন), দপ্তর সম্পাদক (প্রার্থী সংখ্যা ছিল দুইজন)।

সভাপতি পদে আলহাজ্ব মোঃ আবু হানিফ খান টিউবয়েল প্রতীকে ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল আফিফ মোঃ হানিফ (হানিফ মাওলানা)। আনারস প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৪৮টি। অপর দুজন সভাপতি প্রার্থী যথাক্রমে মোঃ সাইদুল ইসলাম সাঈদ হরিণ প্রতীকে ১৪৫ ভোট এবং মোঃ মিজানুর রহমান ছাতা প্রতীকে ভোট পেয়েছেন ১৩১টি।

সহসভাপতি পদে হাজী মোঃ মুহিবুল্লাহ মুসুল্লী ডাব প্রতীকে ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হাফেজ মোঃ মশিউর রহমান আম প্রতীকে ২২১ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হাওলাদার ফুটবল প্রতীকে ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে ২২৩ ভোট পেয়েছেন। অপরপ্রার্থী মোহাম্মদ সোহরাব হোসেন চশমা প্রতীকে ১৫৭ ভোট পেয়েছেন।

সহসাধারণ সম্পাদক পদে মোঃ শাহিন হাওলাদার বই প্রতীকে ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন তালুকদার চেয়ার প্রতীকে ২৯০ ভোট পেয়েছেন। অপরপ্রার্থী মোঃ ছালাউদ্দিন মৃধা টেবিল প্রতীকে পেয়েছেন ১০২ ভোট।

কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান তুহিন মোরগ প্রতীকে ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আহসান হাবিব। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ২৯৩ ভোট।

প্রচার সম্পাদক পদে মোহাম্মদ রেদোয়ান মোটরসাইকেল প্রতীকে ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহাম্মদ শাহ-জাহান মুছুল্লী। মাইক প্রতীকে তিনি ২৯৫টি ভোট পেয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম খান গরুর গাড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৪৫৪। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আসাদুল গাজী ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ২৩৮টি।

জানা গেছে, গত ৯ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। এসময় তারা নানা প্রতিশ্রুতিও দিয়েছেন। ভোটাররা যাদের উপর আস্থা রাখতে পেরেছেন তারা জয়ী হলেও এখন ভোটারদের চাহিদা নির্বাচিতরা কতখানি পূরণ করতে পারবেন- সেটা দেখার অপেক্ষায় রয়েছেন আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির ভোটাররা।

রিটার্নিং অফিসার কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শুরুতে কিছুটা চ্যালেঞ্জ ছিল, তবে শেষপর্যন্ত সফলভাবেই সম্পন্ন করা গেছে। তিনি বলেন, এর জন্য আল্লাহর শুকরিয়া এবং আলীপুর বাজারের ব্যবসায়ীদের ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১১:২৭:২৯ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ