মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৩শ’ কেজি জাটকা ইলিশ জব্দ

হোম পেজ » লিড নিউজ » মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৩শ’ কেজি জাটকা ইলিশ জব্দ
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫


কোস্ট গার্ডের অভিযানে ১৩শ’ মণ জাটকা ইলিশ জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে প্রায় ১৩শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলার সোনাতলা নদী সেতু সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুটি ট্রাকে অবৈধভাবে ইলিশ পরিবহনকালে ট্রাক দুটি আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘চাকলাদার পরিবহন’ ও ‘মোরল এক্সপ্রেস’ নামের ট্রাক দুইটির প্রতিটিকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক এবং উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. মহসিন রেজাসহ কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার।

ইউএনও কাউছার হামিদ বলেন, আগামী আট মাস পর্যন্ত জাটকা ইলিশ ধরা, পরিবহন বা মজুদ রাখা আইনত দণ্ডনীয়। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোস্ট গার্ড সূত্রে জানানো হয়, মা ইলিশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

বাংলাদেশ সময়: ২১:১৪:৪৫ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ