
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী চার নেতা ধানের শীষের মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগের সাংগঠনিক(দায়িত্বে থাকা) আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও এ্যাড.গাজী কামরুল ইসলাম সজল। এই আসনের দলীয় নেতা-কর্মীরা চার ভাগে বিভক্ত হয়ে বিএনপি’র কেন্দ্রীয় চার নেতার পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে অ-প্রচার করতে দেখা গেছে। ধাষের শীষের সম্ভব্য চারজন প্রার্থীই দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। পাশাপাশি কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচী পালন করছেন। তৃণমুল নেতা-কর্মীরা স্ব-স্ব প্রার্থীর পক্ষে মনোনয়ন পাওয়ার আশা ব্যাক্ত করছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১আসন (গৌরনদী-আগৈলঝাড়া)আওয়ামীলীগ সাতবার, জাতীয়তাবাদী দল (বিএনপি) তিনবার, জাতীয় পাটি দুইবার নির্বাচিত হয়েছিলেন। একারণে বরিশাল-১ আসনটি রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ন হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ন এই আসনে কে হচ্ছেন ধানের শীর্ষের প্রার্থী। গত ২৭ আক্টোবর বিকেলে ঢাকা বিএনপি চেয়ারপাসনের কার্যালয়ে এই আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুছুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও এ্যাড.গাজী কামরুল ইসলাম সজলকে সাক্ষাতের জন্য ডাকা হয়েছিল। সাক্ষাৎ শেষে বেড়িয়ে এ্যাড.গাজী কামরুল ইসলাম সজল মিডিয়াকে জানিয়েছেন বরিশাল-১ আসনে কাউকে গ্রীন সিগন্যাল দেয়া হয়নি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নির্বাচনীয় এলাকায় গিয়ে দলের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।
১ নভেস্বর বিভিন্ন ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে জহির উদ্দিন স্বপনকে বরিশাল-১ আসনে মনোনয়ন প্রাপ্তির খবর প্রচার হলে কিছু নেতা-কর্মীরা আনন্দিত হয় ও কিছু নেতা-কর্মীদের মাঝে হতাশা দেখা দেয়। এরপর এই আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান একটি সভায় বলেন, বিএনপি’র কেন্দ্র থেকে কাউকে এখনও মনোনয়ন বা গ্রীণ সিগন্যাল দেয়া হয়নি। কোন কোন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন প্রাপ্তির সংবাদ প্রচার করে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্তি করছেন।
এঘটনার পর ১ নভেম্বর রাতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী এক প্রেস বিভপ্তিতে জানিয়েছেন কিছু কুচক্রী মহল পুরনো প্রেসকনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিম্বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি’র মহাসচিব ফকরুল ইসলাম আলমগীরের কন্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও গনমাধ্যমে প্রচার করা হয়েছে। এটি বানোয়াট ও ভিত্তিহীন। যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে।
এব্যাপারে জহির উদ্দিন স্বপন সমর্থিত উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন’র মনোনয়ন প্রাপ্তির যে সংবাদ দেখতে পেয়ে আমি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে কোন সত্যাতা পাইনি।
এব্যাপারে আকন কুদ্দুছুর রহমান সমর্থিত উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু জানান, যে পর্যন্ত কেন্দ্র থেকে মনোনয়ন প্রদানের কোন সংবাদ না আসবে সে পর্যন্ত আমরা কোন কিছুই বিশ্বাস করিনা। এধরনে সংবাদে দলীয় নেতা-কর্মীরা দ্বিধাদ্বন্দে থাকেন।
এব্যাপারে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান’র সমর্থিত উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো. মাহাবুবল ইসলাম বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশাল-১ আসন নিয়ে সংবাদ দেখা গেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এব্যাপারে কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ন-মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী এক প্রেস বিভপ্তিতের মাধ্যমে মিথ্যা দাবী করছে।
এব্যাপারে এ্যাড.গাজী কামরুল ইসলাম সজল’র সমর্থিত উপজেলা যুবদল সদস্য সচিব সাইফুল ইসলাম সিপন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন প্রাপ্তির খবর মিথ্যা। এ ধরনের কোন সংবাদ মিডিয়ায় দেখিনি।
এসই/এমআর