নাজিরপুরে গৃহবধু হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
প্রথম পাতা »
পিরোজপুর »
নাজিরপুরে গৃহবধু হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের নাজিরপুরে চাঞ্চল্যকর লামিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধুর কঙ্কাল উদ্ধার ও ওই হত্যা মামলার প্রধান আসামী স্বামী মো. তরকিুল ইসলাম (২২) কে ঢাকা থেকে গ্রেফতার করেছেন পুলিশ ব্যুারো ইনভেস্টিগেশ (পিবিআই)।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিবিআইর ইন্সপেক্টর মো. বায়েজিদ আকন। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের মিজান খানের ছেলে। আর নিহত লামিয়া একই গ্রামের দিনমজুর নজরুল ইসলামের কন্যা ও উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। পিবিআই পরির্দশক জানান, গত ৬ ডিসেম্বর লামিয়া আক্তর নামের এক গৃহবধু নিখোঁজ হন। এর পর একটি চিরকুটের ভিত্তিতে গত ১৩ মার্চ স্থানীয় মান্নান শিকদারের নতুন বাড়ি তৈরীর জন্য রাখা বালুর ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালটি ওই নিঁখোজ হওয়া গৃহবধুর বলে নিশ্চিত হওয়া যায়। পরে গত ১৬ মার্চ পিবিআই মামলাটি তদন্তের দায়িত্ব নেন। পিবিআই অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার মোহাম্মাদপুর থানার জাফরাবাদ এলাকার সাদেক খান রোডস্থ জনৈক মোহাম্মাদ আলী খানের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই কর্মকর্তা জানান, তাকে জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রী লামিয়াকে হত্যার কথা স্বীকার করে জানায়, পারিবারিক অমতে বিয়ের কারনে গত ৬ ডিসেম্বর রাতে লামিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার কথা জানায়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে ওই রাতের ১২টার দিকে লামিয়াদের বাড়ির পাশ^বর্তী একটি দোকানের পাশে বসে তাকে গলা টিপে হত্যা করে লাশ খালে ফেলে টেনে ওই বালুর মাঠে নিয়ে যায়। সেখানের পাশের একটি গোয়াল ঘর থেকে বেলচা এনে তা দিয়ে বালু খুঁড়ে সেখানে ¯্রীকে পুতে রাখে তরিকুল। পরবর্তীতে মানুষিক অসুস্থতার ভান করে নিহতের পরিবারের দৃষ্টি আকর্ষন করতে গত ১১মার্চ আবার ওই পুতে রাখা লাশটি উঠানোর চেষ্টা করে ও তার বাড়িতে চিরকুট রেখে আসে। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর থেকে লামিয়া নিঁখোজ হয়। এর পর ৭ ডিসম্বের লামিয়ার মা রাজিয়া বেগম বাদী হয়ে তরুনীর স্বামী তরিকুল ইসলাম (২২) কে প্রধান করে ৭ জনকে নাম উল্লেখ করে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এএএইচ/এমআর
বাংলাদেশ সময়: ২১:৫৭:৪৯ ●
১৩১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)