সর্বশেষ

আলীম পরীক্ষা ২০২৫ আমতলীতে স্মার্ট ফোনসহ কক্ষ পরিদর্শক শিক্ষক বহিষ্কার

হোম পেজ » বরগুনা » আলীম পরীক্ষা ২০২৫ আমতলীতে স্মার্ট ফোনসহ কক্ষ পরিদর্শক শিক্ষক বহিষ্কার
সোমবার ● ৭ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে আলিম পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষকের কাছ থেকে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

 

সোমবার আমতলী সরকারি কলেজে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক হলেন আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. রাসেদুল ইসলাম।

 

পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুল ইসলাম তার কাছ থেকে স্মার্ট ফোন জব্দ করেন এবং তাৎক্ষণিক বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

 

কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সালাম বলেন, পরীক্ষার সময় কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়া গেছে, তাই তাকে বহিষ্কার করা হয়েছে।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ঘটনার প্রতিবেদন পাঠানো হবে এবং বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪১:১২ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ