ঝালকাঠিতে নদীতে ডুবে সহোদরের মৃত্যু

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে নদীতে ডুবে সহোদরের মৃত্যু
মঙ্গলবার ● ৭ মার্চ ২০২৩


ঝালকাঠিতে নদীতে ডুবে সহোদরের মৃত্যু

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

ঝালকাঠি সদর উপজেলায় ধানসিঁড়ি নদীতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলো- গার্মেন্টস শ্রমিক মো. সুমন হোসেনের ছেলে মো. আমানুল্লাহ (১২) ও তার ভাই মো. আব্দুল্লাহ (১০)। তারা স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র।
মৃত দুই ভাইর দাদা জালাল লস্কর জানান, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি আসে পড়ে পরিবারের সবার অগোচরে পাসের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেক সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে। নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বৈশাখী বড়াল দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই ভাইকে দাফনের প্রস্তুতি চলছে।

কেই/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৫:১৮ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ