মির্জাগঞ্জে ২২তম মতুয়া কীর্তন ও সম্মেলন শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ২২তম মতুয়া কীর্তন ও সম্মেলন শুরু
মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৩


মির্জাগঞ্জে ২২তম মতুয়া কীর্তন ও সম্মেলন শুরু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত রামপুর (বোতলবুনিয়া) গ্রামের মিস্ত্রী বাড়িতে সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে ৩দিন ব্যাপী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২২ তম বাৎসরিক মতুয়া কীর্তন, মহোৎসব ও মতুয়া সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে শুভ অধিবাস,মঙ্গলঘট স্থাপন,পূজা অর্চনা,শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ,সন্ধ্যা আরতী ও শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের উপর আলোচনা,হরিনাম সংর্কীতন, ভক্তিমূলক গান এবং সব শেষে বৃহস্পতিবার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ।
সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে সাধারন সম্পাদক দিলিপ মিস্ত্রী বলেন,অনুষ্ঠানে বিভিন্ন এলাকার গন্যমান্যে ব্যাক্তিগন উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে এ মতুয়া সম্মেলন। আরো জানান,বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান হিন্দুধর্মাম্বালিরা আস্তে শুরু করেছেন এবং অনুষ্ঠান সুষ্ঠু কারার জন্য আইন শৃংখলা বাহিনীর লোকজন উপস্থিত থাকেবন।

ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৭:১৯ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ