মহাসড়ক খানা-খন্দে একাকার কলাপাড়ায় ভারি বৃষ্টিপাত, ইটভাঁটা ও কৃষকের ব্যাপক ক্ষতি

প্রথম পাতা » সর্বশেষ » মহাসড়ক খানা-খন্দে একাকার কলাপাড়ায় ভারি বৃষ্টিপাত, ইটভাঁটা ও কৃষকের ব্যাপক ক্ষতি
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯


---


কলাপাড়া সাগরকন্যা অফিস॥ 

কলাপাড়ার উপকূলজুড়ে মঙ্গলবার দুপুরে প্রায় দুই ঘন্টার প্রবল বৃষ্টিতে ইটভাঁটার মালিকসহ কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা ইটভাঁটার মালিক সমিতির সাধারণ সম্পাদক কলাপাড়া পৌরসভার কাউন্সিলর জাকি হোসেন খান জুকু জানান, প্রত্যেক ভাঁটার মালিকের নিচে ১২ লাখ আর সর্বোচ্চ ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কলাপাড়ায় ৪৮টি ইটভাঁটার এমন ক্ষতি হয়। কৃষকরা জানান, তাদের গ্রীষ্মকালীন সবজিসহ ডাল জাতীয় শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ভারি বৃষ্টিতে মাঠে পানি পর্যন্ত জমে গেছে। কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে খানা-খন্দে একাকার হয়ে গেছে। বিশেষ করে কলাপাড়া আমতলী নির্মানাধীন অংশের অর্ধেক সড়ক এখন বেহালদশা। গোটা উপকূলজুড়ে কিছুটা শীত অনুভূত হচ্ছে। গোটা উপকূলে এ মৌসুমের বৃষ্টিকে কৃষকসহ সব শ্রেণির মানুষ অনেকটা বিপাকে পড়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৮ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ