পিরোজপুরে জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা
শনিবার ● ২৯ অক্টোবর ২০২২


পিরোজপুরে জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা।
পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় পিরোজপুর সরকারী বালক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ের ধ্রুবজ্যোতি বিশ্বাস।
বিতর্ক প্রতিযোগিতার প্রথমপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. সানাউল্লাহ, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।
সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. পারভেজ আকন। অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ জেলা শাখার পরিবেশ সম্পাদক অমিত বিশ্বাস।
প্রতিযোগিতায় মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক মো. সানাউল্লাহ, সুশান্ত মজুমদার, পিরোজপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক সমর কৃষ্ণ ঘরামী এবং দেবশীষ মন্ডল।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম।
প্রতিযোগিতায় জেলার ৮টি স্কুল অংশ গ্রহণ করে। স্কুলগুলো হলো- পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়, পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর বালিকা বিদ্যালয়, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং স্বরূপকাঠী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:৩৯ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ