গলাচিপায় নকলের দায়ে ১০পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় নকলের দায়ে ১০পরীক্ষার্থী বহিষ্কার
বৃহস্পতিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২২


গলাচিপায় নকলের দায়ে ১০পরীক্ষার্থী বহিষ্কার

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দুই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে  ১০পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯জন ও গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে কল্যাণ কলস মাধ্যমিক বিদ্যালয়ের একজন,  লামনা মাধ্যমিক বিদ্যালয়ের একজন, মধ্য ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের একজন, গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন, কল্যাণ কলস বেগম রোকেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন, মধ্য হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন, খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ের একজন, ভুরিয়া বিএস মাধ্যমিক বিদ্যালয়ের একজন ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ের সচিব নুসরাত জাহান জানান, আশেপাশে তাকানোর অপরাধে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৮:৫৯ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ