মির্জাগঞ্জে লগি-বৈঠার ঘটনার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে লগি-বৈঠার ঘটনার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


মির্জাগঞ্জে লগি-বৈঠার ঘটনার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মির্জাগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে সুবিদখালী কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কোর্ট চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুহাম্মাদ সিরাজুল হক।

সভায় বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান, দেউলী সুবিদখালী ইউনিয়ন সভাপতি মাওলানা মো. আবু তালেব খান, কাকড়াবুনিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মো. আবু সাঈদ, মাধবখালী ইউনিয়ন সেক্রেটারি মো. রাকিব হোসাইন, ছাত্রশিবির সভাপতি মো. হোসাইন শরীফ ও যুব সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম আলমাস প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ওয়ার্ডে নামাজের পর আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:২২:১৩ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ