গৌরনদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২


গৌরনদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে ১৬৯২পিস ইয়াবাসহ ফারুক হোসেন খান (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যা  সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রহার বাজার এলাকার কালভাট ব্রিজের ওপর থেকে ওই মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি এনামুল হক বাদি হয়ে ২ মাদক বিক্রেতাকে আসামি করে ওইদিন রাতেই গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামালা দায়ের করেন। সে (ফারুক) উপজেলার সিংগা গ্রামের মৃত-ফয়জর আলী খানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এস.আই মো. শাহ্জাহান জানান, উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার বাজারস্থ মনির খানের  বন্ধ দোকানের পিছনে কালভাট ব্রিজের ওপর বসে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় করছে। মাদক বেচাকেনার এমন গোপণ সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮এর একটি টহলদল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রহার বাজারস্থ ওই কালভার্ট ব্রিজের উপর অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে  মাদক ক্রেতা-বিক্রেতা পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ১৬৯২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ফারুক হোসেন খানকে আটক করেন। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫লাখ ৬ হাজার টাকা। এ ঘটনায় র‌্যাবের ডিএডি এনামুল হক বাদি হয়ে মাদক বিক্রেতা ফারুক হোসেন খান (৫০), দেলোয়ার  হোসেন বেপারী (৪২)কে আসামি করে  বুধবার রাতেই গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ফারুক হোসেন  খানকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে  মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহ্জাহান জানান।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৪৩ ● ১০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ