আমতলীতে দুই লক্ষ টাকার জাল জব্দ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে দুই লক্ষ টাকার জাল জব্দ
শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১


আমতলীতে দুই লক্ষ টাকার জাল জব্দ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে পায়রা নদী ও উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্তি, মশারী ও বেলুন জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মুল্য ২ লক্ষ টাকা। জব্দকৃত জাল উপজেলা মৎস্য বিভাগ পুড়ে ফেলেছে। ঘটনা ঘটেছে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে।
জানাগেছে, জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আমতলী উপজেলা মৎস্য অফিস বিভিন্ন কর্মসুচীর উদ্যোগ নেয়। ওই কর্মসুচীর মধ্যে শুক্রবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু,  মেরিন অফিসার এসএম ফারাহ, এসআই মেহেদী ও সোহরাফ হোসেন পায়রা নদী, গুলিশাখালৗ ও কুকুয়া ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান চালায়। অভিযানে পাঁচটি বেহুন্তি জাল, দুইটি মশারী জাল ও একটি বেলুন জাল জব্দ করেছে। জব্দকৃত জালের মুল্য অন্তত ২ লক্ষ টাকা। জব্দকৃত জাল মৎস্য বিভাগ শুক্রবার দুপুরে পুড়িয়ে ফেলেছে।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার বলেন, জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:২২ ● ২৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ