
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী পৌর শহরে তিন শিক্ষিকা বোনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ওই বাসা থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। আমতলী পৌরসভার খোন্তাকাটা মাজার রোড এলাকার বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকনের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মো. রেজাউল কবির খোকন ও তাঁর স্ত্রী ইয়াসমিন চিকিৎসার জন্য গত বুধবার বরিশালে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকায় তিন দিন ধরে বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগে শুক্রবার রাতে চোরচক্র খেচিগেট ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। পরে মূল ফটক, একটি কক্ষ ও আলমারি ভেঙে ইয়াসমিন, সীমা ও আফরোজা- এই তিন শিক্ষিকা বোনের প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
শনিবার দুপুরে বাড়িতে ফিরে এসে ঘরের ভেতরের অবস্থা দেখে বিষয়টি বুঝতে পারেন রেজাউল কবির খোকন। পরে তিনি আমতলী থানায় খবর দেন। খবর পেয়ে ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ইয়াসমিন ও সীমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং আফরোজা এম বালিয়াতলী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক।
আমতলী উপজেলা বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকন বলেন, চিকিৎসার উদ্দেশ্যে পরিবারসহ বরিশালে ছিলাম। শনিবার দুপুরে বাড়িতে ফিরে দেখি খেচিগেটসহ দুটি দরজা ও আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার চুরি করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।