গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট সজল বার কাউন্সিল ট্রাইবুনালের সদস্য নির্বাচিত

হোম পেজ » লিড নিউজ » গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট সজল বার কাউন্সিল ট্রাইবুনালের সদস্য নির্বাচিত
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট সজল বার কাউন্সিল ট্রাইবুনালের সদস্য নির্বাচিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইবুনাল-৩ এর বিচারকার্যের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে গৌরনদী উপজেলাসহ বরিশাল জেলায় আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের সন্তান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে আইন পেশায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই তাঁকে বাংলাদেশ বার কাউন্সিলের এই গুরুত্বপূর্ণ ট্রাইবুনালে বিচারকার্যের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাফল্যে গৌরনদীর সর্বস্তরের মানুষ, আইনজীবী সমাজ এবং দলীয় নেতাকর্মীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইন পেশার মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:৩৮ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ