গৌরনদীতে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫


গৌরনদীতে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার চড়ুইভাতি রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।
ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেডের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলার ডিলার শাহনাজ পারভিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেডের ডিরেক্টর মার্কেটিং মো. সরোয়ার হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেডের ডিরেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট অ্যান্ড পিডিএম ডা. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ইডি মো. মোয়াজ্জেম হোসেন।
সেমিনারে আয়ুর্বেদিক চিকিৎসার প্রয়োজনীয়তা ও কার্যকারিতা তুলে ধরা হয়। আলোচনায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাকৃতিক ওষুধ ব্যবহারের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় Diamum-methl+ Gurmar 500 mg এবং Dibedex 500 mg ব্যবহারে সাধারণ মানুষের উপকার পাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সাংবাদিক সাইয়েদ বিন পান্নু ভুইঁয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সেমিনারের সঞ্চালনা করেন সাংবাদিক বিএম বেলাল হোসেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১২:২২:৩২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ