নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন

হোম পেজ » রাজশাহী » নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫


নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ দুর্নীতিদমন কমিশনের কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী।
উদ্বোধনের পর বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী বলেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ব্রিগেডিয়ার মো. শহিদুল আলম, সাবেক ছাত্র সফিকুল ইসলাম ভোতা, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাজাহারুল ইসলাম তরু।
এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে ভবিষ্যতে শিক্ষা ও নৈতিকতার বিকাশে প্রতিষ্ঠানটির আরও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:১৮ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ