মগবাজার ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মগবাজার ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মগবাজার থেকে বাংলামটরমুখী ফ্লাইওভারের ন্যাশনাল ব্যাংকের কাছে এই ঘটনা ঘটে বলে রমনা থানার উপপরিদর্শক আনিসুর রহমান জানান। নিহত সাইফুর রহমানের (২৭) বাড়ি রংপুরের পীরগঞ্জে। এর বাইরে তার সম্পর্কে আর কিছু জানাতে পারেনি পুলিশ। এটা আত্মহত্যা না কি কেউ তাকে ফেলে দিয়েছে, না দুর্ঘটনাবশত ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না- বলেছেন এসআই আনিসুর। তিনি বলেন, বিকালে তিনি মগবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এক যুবক পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান। তাকে উদ্ধার করে প্রথম হলি ফ্যামেলি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছু সময় চিকিৎসার পর ডাক্তারের পরামর্শে বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। “পড়ে যাওয়ার পর সে কিছু কথা বলেছে। এ সময় সে তার নাম সাইফুর রহমান, বাবা- বাবুল মিয়া, নিরাপাড়া, পীরগঞ্জ, রংপুর বলে জানালেও তার পেশা বা কীভাবে পড়ল সে বিষয়ে কিছু বলতে পারেনি,” বলেন এসআই আনিসুর রহমান।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৬ ● ৫১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ