বামনায় আজিমুন্নেসা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ৭ কৃতি হাফেজকে সম্মাননা

হোম পেজ » লিড নিউজ » বামনায় আজিমুন্নেসা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ৭ কৃতি হাফেজকে সম্মাননা
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫


 

বামনায় আজিমুন্নেসা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ৭ কৃতি হাফেজকে সম্মাননা

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

বরগুনার বামনা উপজেলা সদরে অবস্থিত আজিমুন্নেসা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কুরআনে হাফেজ হওয়া সাতজন শিক্ষার্থীকে দস্তারে ফজিলত ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই)-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. আল-মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মো. আশ্রাফ আলী হাওলাদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আজিমুন্নেসা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মিজানুর রহমান।

হিফজ সম্পন্নকারী হাফেজদের অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জিএম সেলিম। এছাড়া বক্তব্য দেন দাউদখালী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. সিরাজুল ইসলাম, বামনা সদর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আনিসুল হক, মাদ্রাসার উপদেষ্টা ও বায়তুল কারিম জামে মসজিদের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান দুলাল হাওলাদার, বামনা রাজ্জাকিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা হারুন অর রশীদ এবং বরিশাল নথুল্লাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বামনা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, শিক্ষাবিদ, সমাজসেবক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ ড. মো. আল-মামুন বলেন, কুরআনের হাফেজরা মুসলিম জাতির শ্রেষ্ঠ সম্পদ। আধুনিক শিক্ষা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠনে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজিমুন্নেসা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মিজানুর রহমান বলেন, কুরআনের হাফেজ হওয়া যেমন সৌভাগ্যের বিষয়, তেমনি এটি একটি বড় দায়িত্ব। কুরআনের শিক্ষা নিজের জীবনে ধারণ করে সমাজে তা ছড়িয়ে দেওয়াই একজন হাফেজের মূল কর্তব্য। এ ক্ষেত্রে অভিভাবক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

ডা. জিএম সেলিম বলেন, সন্তানদের কুরআনের পথে পরিচালিত করতে পারা আল্লাহর বিশেষ নেয়ামত। এ জন্য তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদ্রাসার শিক্ষক ও কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান।

কৃতিত্বের সঙ্গে হিফজ সম্পন্নকারী হাফেজরা হলেন- হাফেজ মো. বেলাল হোসেন সোহান, হাফেজ মো. আল-আমিন, হাফেজ মো. ইয়াছিন, হাফেজ গাজী মো. শিহাব আহমদ, হাফেজ মো. জিম হাওলাদার, হাফেজ আব্দুল্লাহ আল মুহিত ও হাফেজ মো. আব্দুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠান শেষে আজিমুন্নেসা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩০ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ