কাউখালীতে বোরো ধানের নমুনা শস্য কর্তণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বোরো ধানের নমুনা শস্য কর্তণ
সোমবার ● ৩ মে ২০২১


কাউখালীতে বোরো ধানের নমুনা শস্য কর্তণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বোরো ধান কাটায়। সেই সাথে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ নমুনা শস্য কর্তন করা হয়।
সোমবার (৩ মে) সকালে উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে চিরাপাড়া এলাকার মাঠে কৃষকদের সঙ্গে নিয়ে বোরো ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জান্নাত আরা তিথি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  রিপন চন্দ্র ভদ্র,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, স্থানীয় ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম মুজামদার ও কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  রিপন চন্দ্র ভদ্র জানান, উপজেলায় এবছর লক্ষ্যমাত্রার চাইতেও বেশি বোরো ধান আবাদ হয়েছে। ফলনও সন্তোষজনক।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৫১ ● ৭৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ