নদী দখল ও দূষণ রোধে ১০ বছরের মাস্টারপ্ল্যানের খসড়া চূড়ান্ত

প্রথম পাতা » জাতীয় » নদী দখল ও দূষণ রোধে ১০ বছরের মাস্টারপ্ল্যানের খসড়া চূড়ান্ত
বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯


সচিবালয়ে মাস্টারপ্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির সভা শেষে মন্ত্রী মো. তাজুল ইসলাম

ঢাকা সাগরকন্যা অফিস॥

রাজধানীর আশপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও চট্টগ্রামের কর্ণফুলীসহ অন্যান্য নদী দখল ও দূষণমুক্ত এবং নাব্যতা ফিরিয়ে আনতে ১০ বছরের মাস্টারপ্ল্যানের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে চট্টগ্রামের কর্ণফূলীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টারপ্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির সভা শেষে মন্ত্রী একথা জানান। সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকার দুই সিটি, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন পর্যন্ত নদী সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে অনেক দূষণ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব নদী উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নদীগুলো নিয়ে একটি মাস্টারপ্ল্যান করার জন্য কমিটি করা হয়েছে। নদী দূষণমুক্ত করে যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় ও স্যুয়ারেজ সিস্টেম, ওয়েস্টেজ ম্যানেজমেন্ট- এগুলোর জন্য কাজ করা হয় এজন্য মাস্টারপ্ল্যান করা হয়েছে। মাস্টারপ্ল্যানের খসড়াও চূড়ান্ত করা হয়েছে।
প্ল্যানের মধ্যে পানি দূষণমুক্ত করা, গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ে আসার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে। আরবান এলাকায় যে সব বর্জ্য আছে সেগুলোকে শতভাগ যেন ডিসপোজ করতে পারে সেজন্যও আলোচনা হয়েছে। এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারলে নদীর পাশাপাশি পরিবেশেরও উন্নয়ন হবে। মাস্টারপ্ল্যানে কী কী আছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, যে সব ড্রেনেজ বর্জ্য আছে সেগুলো ক্যাশ করার ব্যবস্থা করা হয়েছে। নদীর পাড়ের যেসব জায়গা দখল এবং বর্জ্য নদীতে ফেলা হচ্ছে ও নদীদূষণ হচ্ছে সেগুলো দখলমুক্ত করে দৃষ্টিনন্দন ও সবুজায়ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। নদীর নাব্যতা বৃদ্ধির জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। মাস্টারপ্ল্যানে ১০ বছরের ভেতরে বুড়িগঙ্গা, তুরাগ, কর্ণফুলী, শীতলক্ষ্যা নদীর নাব্যতা বৃদ্ধি ও দূষণমুক্ত করার জন্য ১০ বছরের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মাস্টারপ্ল্যান আগামি সভায় ফাইনাল করবো বলে সিদ্ধান্ত হয়েছে। প্ল্যানে এক বছর, তিন বছর, পাঁচ বছর ও ১০ বছরের পর্যায়ে ভাগ করা হয়েছে। আশা করি এ কর্মসূচি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা গেলে নদীগুলোর নাব্যতা অনেকাংশে ফিরিয়ে আসবে ও ভবিষতে আরো দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া হবে। অন্যান্য নদীর বিষয়ে মন্ত্রী বলেন, সব নদীতে অথবা যে সব নদীর পাড়ে অথবা অন্য যে কোনো স্থানে, যে কোথাও যে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করা এবং অবৈধভাবে দখল করার বিরুদ্ধে একটা কম্প্রিহেনসিভ অ্যাফোর্ট দেওয়া হবে ও বাস্তবায়ন করা হবে। মাস্টারপ্ল্যানের বাজেট সম্পর্কে মন্ত্রী বলেন, মাস্টারপ্ল্যান কমপ্লিট করার পরে বাজেট নিয়ে কাজ করবো। বুড়িগঙ্গা ও কর্ণফুলীর পাশাপাশি অন্যান্য নদীর পাড়ের উচ্ছেদ অভিযান চালানো হবে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, কর্ণফুলী নদীতেও উচ্ছেদ অভিযান চলছে। আলোচনায় এসেছে মেঘনা নদীর পাড়েও বেশকিছু শিল্প কারখানা স্থাপিত হয়েছে, সেগুলোর মাধ্যমে যাতে নদীদূষণ না করতে পারে সেজন্য সঠিক পদক্ষেপ নেওয়ার আলোচনা হয়েছে। বর্ষায় ঢাকায় জলাবদ্ধতা নিয়ে মন্ত্রী বলেন, প্রতি বছর যখন বৃষ্টি আরম্ভ হয় তখন হঠাৎ করে ওভার ফ্লো হয়ে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং অসুবিধা হয়। বিষয়গুলো কিন্তু একদিনে সৃষ্টি হয়নি এবং এখনই কোনো চমকপ্রদ ফলাফল দেওয়ার সুযোগ না থাকলেও যাতে সহনশীল জায়গায় যাওয়া যায়, যতগুলো অপশন আছে কাজে লাগানোর জন্য যাতে মানুষকে স্বস্তিদায়কভাবে চলাচল করতে পারে সেজন্য একটি সভা আহ্বান করা হয়েছে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৬ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ