দুমকিতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা
মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০২০


দুমকিতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ২০জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ নভেম্বর)সন্ধ্যায় উপজেলার লেবুখালী ফেরিঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন (ভারপ্রাপ্ত)উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান। এ সময় ২০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৫০ টাকা করে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও আল-ইমরান জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনও প্রতিটি মানুষ ভয়াভহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৪০ ● ২৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ